ডিসেম্বর, ১৯৭১। বিজয়ের কিছু দিন আগে ঢাকার রাজপথ।
চারদিকে যখন মুক্তির স্লোগান, তখন এই লোকগুলো পাকিস্তানের পক্ষে, আর মুক্তিবাহিনীর আগ্রাসনের (!) বিরুদ্ধে মিছিল বের করেছিল।
প্রশ্ন হলো, পাকিস্তানিরা যখন লেজ গুটিয়ে পালালো, তখন কি এদের সাথে করে নিয়ে গিয়েছিল?
যায়নি। তারা তাদের এই ‘প্রেমিকদের’ আমাদের এই মাটিতেই ফেলে রেখে গেছে।
আজ ৪৮ বছর পরেও এদের প্রেতাত্মারা এখানেই রয়ে গেছে। যার কারণে ক্যালেন্ডারের পাতা উল্টে যখনই ‘ডিসেম্বর’ আসে, আমরা যখন বিজয়ের আনন্দে ভাসি—তখন ঠিক এই লোকগুলোর উত্তরসূরিদের গাত্রদাহ শুরু হয়।
এই জ্বলুনি কমাতেই তারা নানা “ভংচং থিওরি” বাজারে ছাড়ে।
এরা ৩ লক্ষ আর ৩ কোটির হিসাব নিয়ে অট্টহাসি দেয়।
এরা ধর্ষণের সংখ্যা নিয়ে টিপ্পনী কাটে।
মহান মুক্তিযুদ্ধকে এরা ‘ভারতীয় ষড়যন্ত্র’ বলে শান্তি খোঁজে।
যতই থিওরি দিক, সত্যটা হলো বাংলাদেশ আজ স্বাধীন, আর তাদের প্রিয় পাকিস্তান আজ দেউলিয়া।
যতই জ্বলুক, পানি ঢালা হবে না। এই আগুন নিয়েই তাদের বেঁচে থাকতে হবে স্বাধীন বাংলাদেশে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু


