লেবু বেশি চিপলে দেখতে যেমন খারাপ, খেতেও খারাপ।
টিউলিপ রিজোয়ানা সিদ্দিক নিজে কোনো প্লট নেননি। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি তার মা শেখ রেহানা ও ভাই-বোনকে প্লট দিতে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন। এর কোন প্রমান তারা দেখাতে পারেনি।
তিনি ইলেকশন করে , জনগনের বিশাল ভোটে বৃটিশ এমপি (দুইবার) এবং একবার মন্ত্রী।
আবার সেই প্রভাবও তিনি নিজে সশরীরে এসে খাটাননি। তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিজিটালি চাপ দিয়েছেন।
আবার এই ডিজিটাল প্রভাবের কোনো প্রমাণও (হোয়াটসঅ্যাপ, টেলিফোন) আদালতে দেখাতে পারেনি।
এরপরও আদালত তাকে দুই বছরের সাজা দিয়েছে। অবৈধ
ইউনুস সরকার এর কাংগারু কোর্টের এই রায় মিথ্যা ও ক্ষমতার অপব্যবহার যা বিচার বিভাগকে কলংকিত করেছে।